কাপাসিয়ায় প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন : গাজীপুরের কাপাসিয়ায় 'প্রত্যাশা ফাউন্ডেশনে'র উদ্যোগে এবং সংগঠনের সভাপতি মেহেদী হাসান মনির ও সাধারণ সম্পাদক শাহিন আলমের সার্বিক সহযোগিতায় অসহায় হতদরিদ্র ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে কাপাসিয়া উপজেলার চিনাডুলি বাঘিয়া বাজারস্থ সংগঠনের কার্যালয় থেকে ১কেজি পোলার চাউল, ১লিটার তেল, ১কেজি চিনি,১প্যাকেট সেমাই, ১প্যাকেট দুধ, ১কেজি পেঁয়াজ ১কেজি আলু, ১ টি সাবান ও হাফ কেজি ডাল সহ প্রত্যেক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
'প্রত্যাশা ফাউন্ডেশনে'র সহ-সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে ও সদস্য শাহরিয়ার আল সাজিদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান সিকদার, চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার আফ্রিদ, তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা মোঃ বাবু শেখ, ইউপি সদস্য আবুল কালাম খান, সাবেক ইউপি সদস্য আশিকুল ঈমান শোয়েব, চিনাডুলি বাজার সমিতির সভাপতি নজরুল ইসলাম সরকার, এ সময় আরো উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের সহ- সভাপতি কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুবুর, মোঃ ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রনি, সদস্য কাউসার ইসলাম, বিল্লাল হোসেন, আলী হোসেন, আশরাফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ, সাখাওয়াত হোসেন, মাসুদ মাঝি, আজিজুল ইসলাম, তারেক হাসান, মো: পারভেজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।