কাকরাইল এলাকায় বিজিবির টহল জোড়দার
কয়েকটি গাড়ি নিয়ে সেখানে বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
প্রথম নিউজ, অনলাইন: কাকরাইল-রমনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। কয়েকটি গাড়ি নিয়ে সেখানে বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এর আগে ওই এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা ইটপাটকেল ছুড়েন। এক পর্যায়ে নেতাকর্মীরা নাইটিঙ্গেল মোড়ের দিকে সরে যান।