ওয়ান ইলেভেন তাহলে জ্বীনে করেছিল? যাই খারাপ তাই বিএনপি?

ওয়ান ইলেভেন তাহলে জ্বীনে করেছিল? যাই খারাপ তাই বিএনপি?
প্রথম নিউজ, ডেস্ক: ওয়ান ইলেভেনের কাজ কারবার পর্দার আড়ালে শুরু হয় ২০০৪ সালে। তখন থেকে ঢাকায় কর্মরত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ও মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসসহ পশ্চিমা রাষ্ট্রদূতরা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেন। সে সময় দৈনিক পত্রিকায় কাজ করার সুবাদে প্রায়ই কূটনৈতিক পাড়ার রিপোর্ট সামাল দিতে হতো। রীতিমতো মেজাজ খারাপ হয়ে যেত একেকজন দূতের দৌড় ঝাপ দেখে। কোন বিশ্রাম নেয়র সুযোগ পেতাম না আমরা রিপোর্টাররা। টুয়েসডে গ্রুপ খুলে তারা অতি আগ্রহী বিরোধি দলের সাথে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও বসতে শুরু করেন। এরমধ্যে ভারতীয় হাইকমিশনার পালন করেন সবচেয়ে চতুর ও সুক্ষ ভূমিকা যা পরবর্তিতে মার্কিনিদের ঘোল খাইয়ে দেয় ঢাকার রাজনীতিতে। ততোদিনে হ্যারি কে টমাস চলে গিয়ে তার জায়গায় এসেছেন বিউটিনিস। কোনদিন এমন হয়েছে যে সকালে শেরাটনে প্রেস কনফারেন্স বা কোন বিশেষ সুশীলস্য সেমিনার কভার করে কেবল প্রেসক্লাবে গিয়েছি দুপুরের খাবার খেয়ে অফিসে যাব বলে। হঠাৎ খবর এলো গুলশান বা বারিধারায় অমুক তমুক বিশিষ্ট জন বিদেশিদের সাথে বৈঠকে বসেছে। দৌড় সেখানে।
খুবই বিরক্তিকর ছিল সেসময়কার বিরোধি দলের বিদেশিদের পিছনে দৌড় ঝাপ । তার উপর ছিল কতিপয় উচ্চাভিলাসী তো বটেই বিশেষ ‘খোলাফায়ে রাশেদিন’ হয়ে গেছেন এমন সেনা কর্মকর্তাদের কূট কৌশল। এদের বেশিরভাগ আমার অতি ঘনিষ্টজন।স্যারেরা দেশে হজরত ওমর ফারুকের শাসন কায়েমের জন্য হেন কোন কাজ নেই করে নি। পরে অবশ্য নিজেরাই হাওয়া হয়ে গেছেন। ওসব লিখতে গেলে সময়, সুযোগ দরকার। তারেক রহমান বিদ্যুৎ খাত থেকে নাকি ১৫ হাজার কোটি টাকা মেরে দিয়েছে এমন ‘চমৎকার ‘ বাণী সমৃদ্ধ রিপোর্ট সুশীলস্য মিডিয়ায় চাউর হতে থাকে। আমার কলিগ এম আব্দুল্লাহ বিদ্যুৎ বিট করতেন। তিনি খুজে কাগজ পত্র বের করলে দেখা গেল বিদ্যুতের বাজেট ছিল ১২ হাজার কোটি টাকা যার মধ্যে ওই বিভাগের বেতন-ভাতা ও উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভূক্ত ছিল।
যাহোক, আমাদের ওইসব সেনা কর্তাদের খায়েশ পুরণ হয়েছে। আজ দেশে হজরত ওমর ফারুকের শাসন চলছে! কোরবানির গরুর মাংস নেয়ার মতো নাকি মানুষ নেই! খালি ঢাকায় লাইন বেধে আমার কোরবানির মাংস তাহলে কে নিল তা বলতে সংকোচ হয়! এখন দেশে কোন বিদেশি হস্তক্ষেপ হয় না। সরকার খুবই নিজ এক্তিয়ারে দেশ চালাচ্ছেন! সব ষড়যন্ত্র স্যারদের ওই ‘স্বাক্ষী গোপাল’ বিএনপি করছে! বলি ওয়ান ইলেভেন করেছিল কে? মার্কিনিরা যদি শক্তিশালী নাই হবে তবে কিভাবে গনেশ উল্টে দিয়েছিল? আর তখনকার বিরোধি দলের সুশীল সদস্যরা কেনইবা টুয়েসডে গ্রুপের পিছনে ঘুরতেন? ওটাও বিএনপি’র ষড়যন্ত্র! তাই তো বলি মাত্র সাড়ে তিন বছরে জেনারেল জিয়া যে এক ডিভিশনের আর্মিকে পাঁচ ডিভিশনের উন্নীত করেছিলেন ওটাও ‘ষড়যন্ত্র’ ছিল বৈকি! না হলে ওই আর্মির সিনিয়র কর্তারা খোলাফায়ে রাশেদিন হওয়ার দৌড় দিয়েছিলেন কেন? আর পেলেনই বা কি?[ এই কর্তারা কিভাবে পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করেছিলেন তা তো এখন সবাই জানেন...]
আবু রূশদ: লেখক, সাংবাদিক ও সাবেক সামরিক কর্মকর্তা, সম্পাদক: ডিফেন্স জার্নাল (ফেইসবুক ওয়াল থেকে)

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom