এ সরকারের কাছে শিক্ষা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, কেউ নিরাপদ নয়

এ সরকারের কাছে শিক্ষা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন শিক্ষক র্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষসেলিম ভূঁইয়া।

এ সরকারের কাছে শিক্ষা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, কেউ নিরাপদ নয়

প্রথম নিউজ, শরীয়তপুর: এ সরকারের কাছে শিক্ষা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন শিক্ষক র্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষসেলিম ভূঁইয়া।
বৃহস্পতিবার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শরীয়তপুর জেলা সন্মেলন স্হানীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় জেলা আহ্বায়ক অধ্যাপক আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হেসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা হাওলাদার আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা সভাপতি আবু বকর মিয়া।
বক্তব্য রাখেন অধ্যাপক আবুল কালাম মিনা, মোঃ মেসবাহউদ্দিন, মোঃ শাহীন হাওলাদার,মোঃ আতাহার আলী, মোঃ মোজসিমউদ্দীন শেখ, মোসম্মৎ সুলতানা মুক্তা, মোঃ রুহুল আমিন মুন্সী,কালু চন্দ্র কর্মকার, অধ্যাপক মঈনুদ্দিন, সুদীপ চক্রবর্তী, ফারুক হোসেন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, এ সরকারের অধীনে শিক্ষা, শিক্ষক, প্রতিষ্ঠান, শিক্ষার্থী কেউ নিরাপদ নেয়। দীর্ঘ ১৪ বৎসর অবৈধ ভাবে ক্ষমতায় থেকে এ অবৈধ সরকার শিক্ষা ব্যবস্হাকে ধবংস করে দিয়েছে। শিক্ষকদের সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয়েছে।শিক্ষক সমাজ এ সরকারের  বিদায়ের অপেক্ষায় আছে। তারা তাকিয়ে আছে একটা শিক্ষক বান্ধব সরকারের দিকে। শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা, একটা টাইম স্কেল,একটা ইনক্রিমেন্ট, আংশিক উৎসব ভাতা,  মূল বেতনের ৭০% বিএনপি সরকার দিয়েছে যা অর্জনের দাবীদার শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ইনশাআল্লাহ সরকার পরিবর্তন হলে আপনাদের প্রত্যাশিত চাকুরী জাতীয়করন সহ অন্যান্য দাবী পূরন করা হবে।