এশিয়া কাপেও বুমরাহকে পাচ্ছে না ভারত

ভারত জাতীয় ক্রিকেট দলের অনিবার্য ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ

এশিয়া কাপেও বুমরাহকে পাচ্ছে না ভারত
এশিয়া কাপেও বুমরাহকে পাচ্ছে না ভারত

প্রথম নিউজ, ডেস্ক : ভারত জাতীয় ক্রিকেট দলের অনিবার্য ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। পিঠের চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটে পড়ার পর ভারতের সব সিরিজ থেকেই তিনি একে একে বাদ পড়তে থাকেন। ফলে রোহিত শর্মার দল আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও বুমরাহকে দলে পাচ্ছেন না তারা। ইতোমধ্যে আইপিএল থেকেও ছিটকে গেছেন তিনি। এছাড়া পিঠের অস্ত্রোপচারের কারণে তাকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে বিরাট কোহলিদের।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক হাসপাতালে বুমরাহ’র অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফলভাবে এই অস্ত্রোপচার করা হলেও তাকে অন্তত ৬ মাস মাঠের বাইরে রাখার কথা জানিয়েছে চিকিৎসকরা। তবে যত দ্রুত সম্ভব বুমরাহকে মাঠে ফেরানোর চেষ্টা করছে ভারত। নিজেদের মাটিতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাকে দলে পাওয়াই এখন বোর্ডের মূল লক্ষ্য।

বুমরাহ’র অস্ত্রোপচার সম্পন্ন করেছেন অকল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শাউটন। তার অধীনে এর আগেও জোফরা আর্চার ও শেন বন্ডের মতো পেসাররা অস্ত্রোপচার শেষে মাঠে ফিরেছিলেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বুমরাহ’র বিষয়ে যা বলার, সব ভারতীয় ক্রিকেট বোর্ড বলবে। হাসপাতাল কোনো বিবৃতি দেবে না।’

তবে অন্তত ৬ মাসের জন্য বুমরাহ’র মাঠের বাইরে থাকার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। সুস্থ হওয়ার পরও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সময় লাগবে বুমরাহ’র। কেননা বিশ্বকাপ খেলার জন্য তার প্রয়োজনীয় ফিটনেসে উন্নতি করতে হবে। সেজন্য তার পুনর্বাসনে কোনো কমতি রাখতে চায় না বিসিসিআই।

গত বছরের জুলাইয়ে পিঠের ব্যথায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। সেই থেকে তার চোট শুরু। এরপর অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয় তাকে। কিন্তু এক ম্যাচ খেলেই তিনি ফের চোটে পড়েন। এরপর থেকে তার ক্রিকেট ক্যারিয়ারের সম্ভাব্য ঝুঁকি এড়াতে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় বোর্ডের মেডিক্যাল কমিটি। পরবর্তীতে তার পিঠে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: