সিরাজগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলের মারধরে চায়না খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন

সিরাজগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের
সিরাজগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

প্র্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলের মারধরে চায়না খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চায়না খাতুন ওই এলাকার মৃত আলহাজ আলীর স্ত্রী।

সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চায়না খাতুনকে মারধর করে শরিফুল। মারধরে আহত হলে চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে মারা যান আহত চায়না খাতুন। খবর পেয়ে রাতেই শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে হাসি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: