এরশাদের  ৯৫তম জন্মদিনে প্রতিকৃতিতে রওশন-কাদেরপন্থিদের শ্রদ্ধা

এরশাদের  ৯৫তম জন্মদিনে প্রতিকৃতিতে রওশন-কাদেরপন্থিদের শ্রদ্ধা

প্রথম নিউজ, ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন উদযাপন করছে তার বিভক্ত দল। বুধবার (২০ মার্চ) দিবসের প্রথম প্রহরে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রওশনপন্থি নেতারা। পরে সকাল ৮টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিএম কাদের অংশের নেতারা।

সকাল ৮টার দিকে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিএম কাদের অংশের নেতারা।

এ অংশের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম ও লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহিরুল আলম রুবেল প্রমুখ।

এর আগে প্রথমে দলের যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদার নেতৃত্বে সকাল সোয়া ৬টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন আহমেদ শিপু, কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান বিপুল, শাহিন আরা সুলতানা রিমা প্রমুখ।

এসময় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা বলেন, প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দিবসের প্রথম প্রহরে পতাকা উত্তোলন করেছি। মহান নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া সারাদিন কেন্দ্রীয় এবং জেলা উপজেলা ও পৌরসভাসহ তৃণমূল পর্যায়ে দোয়া, কোরআন খতমসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে জন্মদিন উদযাপন করছে জাতীয় পার্টি।