এবার সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল
প্রথম নিউজ, ডেস্ক : সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭। তবে আইফোন ১৬ লঞ্চ হওয়ার পরই নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আইফোন ১৭ নিয়ে। আসন্ন আইফোন ১৭ সম্পর্কে কিছু তথ্য এরই মধ্যে ইন্টারনেটে ঘোরাফেরা করছে। কোয়ালিটির পাশাপাশি আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো-এর ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।
টেক বিশেষজ্ঞরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে এই সিরিজের আইফোন হবে সবচেয়ে পাতলা।
বাজারে আসতে চলেছে সবচেয়ে স্লিম আইফোন। মডেলের নাম আইফোন ১৭ এয়ার। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ১৭ সিরিজ লঞ্চ করতে পারে অ্যাপল। এই সিরিজেই থাকবে আইফোন ১৭ এয়ার।
সাধারণত ‘এয়ার’ ব্র্যান্ডে ম্যাকবুক বিক্রি করে অ্যাপল। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে ম্যাকবুক এয়ার লঞ্চ হয়েছিল। এটাই ‘এয়ার’ ব্র্যান্ডের প্রথম অ্যাপল ডিভাইস। এবার সেই সিরিজেই স্মার্টফোনের আকারে আসছে আইফোন ১৭ এয়ার।
শোনা যাচ্ছে, অ্যাপলের ইতিহাসে আইফোন ১৭ এয়ারই হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। সাধারণ আইফোনের মডেলগুলোর তুলনায় অন্তত ২ মিমি পাতলা হবে। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি অ্যাপল।
অনুমান করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার ৫.৫ মিমি পুরু হবে। এখন পর্যন্ত আইফোন ৬ ছিল সবচেয়ে পাতলা আইফোন। এটা তার চেয়েও পাতলা হতে চলেছে। ব্যাটারির আকারও ছোট হবে। ডিজাইনেও বদল আসতে পারে।
আপাতত জানা গিয়েছে, আইফোন ১৭ এয়ারে 6.6 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। এ১৯ বায়োনিক চিপ প্রসেসর থাকবে। ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে ২৪ মেগাপিক্সেলের ট্রু ডেপথ লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অ্যাপল ইন্টেলিজেন্সের একাধিক অত্যাধুনিক ফিচারও থাকবে এতে।
অ্যাপলের নিজস্ব সেলুলার মডেম থাকতে পারে আইফোন ১৭ এয়ারে। যার কোডনেম ‘সিনোপ। কোয়ালিকম নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরেই এর উপর কাজ করছে সংস্থা। অনুমান করা হচ্ছে, নতুন মডেম প্রথমে আইফোন এসই মডেলে ব্যবহার করা হবে।