এবার রাজকে নিয়ে যা বললেন পরীমনি

সপ্তাহখানেকের মানঅভিমান ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ দম্পতি

এবার রাজকে নিয়ে যা বললেন পরীমনি
এবার রাজকে নিয়ে যা বললেন পরীমনি

প্রথম নিউজ, ডেস্ক : সপ্তাহখানেকের মানঅভিমান ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ দম্পতি। সম্পর্কের তিক্ততা ভুলে সমঝোতায় এসেছেন তারা। রাজের বাসায় ফিরেছেন পরীমনি। পরে পরী নিজেই জানালেন, এখন নাকি রাজ তার কথা শুনছেন। 

দুজনের ফেসবুক পোস্ট বলছে— ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। গত ১০ জানুয়ারি রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে দেখা যায়, ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেককাটা হয়েছে। এখন পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই আছেন এ তারকা দম্পতি। 

পরীমনি জানান, প্রথম দিকে একটু-আধটু পাগলামি করলেও ধীরে ধীরে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। শুনছেন তার কথা।

রাজের বিষয়ে পরী বলেন, একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।

জানা গেছে, জোড়া লাগা সম্পর্কটাকে এখন আরও মজবুত করতে বিদেশে ঘুরতে যাবেন রাজ-পরী। রাজ ও রাজ্যর পাসপোর্ট হলেই বিদেশ ভ্রমণে যাবেন তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: