একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জহির গ্রেপ্তার
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি মো. জহিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাতে হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জহির হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশের একটি দল চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. জহিরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা ২২ পিস ইয়াবা জব্দ করা হয়।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।