এইচএসসি পরীক্ষার কারণে সেরা খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ

আগামীকাল এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টুর্নামেন্ট খেলতে লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ টেবিল টেনিস দল

 এইচএসসি পরীক্ষার কারণে সেরা খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ
 এইচএসসি পরীক্ষার কারণে সেরা খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আগামীকাল এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টুর্নামেন্ট খেলতে লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ টেবিল টেনিস দল। এই দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মোহতাসিম আহমেদ। তাকে ছাড়াই বাংলাদেশ আগামীকাল রওনা হবে। 

দেশের অন্যতম প্রতিভাবান টিটি খেলোয়াড় হৃদয়। তার এশিয়ান জুনিয়রে না থাকা বাংলাদেশ দলের জন্য শক্তি অনেক কমে যাওয়া বলে মনে করেন কোচ মোহাম্মদ আলী, ‘হৃদয় অত্যন্ত ভালো খেলোয়াড়। সে থাকলে দ্বৈতে এবং দলগত খেলায় আমরা অনেক শক্তিশালী থাকতাম। এখন সে না থাকায় রামহিমের সঙ্গে অন্য দুই জনের ব্যবধান বেড়ে গেছে অনেক।’

হৃদয় কমনওয়েলথ এবং ইসলামিক সলিডারিটি গেমস খেলে দেশে ফিরেছেন৷ এশিয়ান জুনিয়রে হৃদয়ের না খেলার কারণ সম্পর্কে কোচ বলেন, ‘সে এইচএসসি শিক্ষার্থী। পড়াশোনা ও সামনে পরীক্ষার জন্য সে এশিয়ান জুনিয়রে খেলবে না।’ এশিয়ান জুনিয়র এক সপ্তাহের কম হওয়ায় ফেডারেশন থেকে তাকে অনুরোধ করা হয়েছিল খেলতে, ‘পরীক্ষা অক্টোবরে আর এই টুর্নামেন্ট সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে শেষ। তাই আমরা তাকে ইসলামিক গেমস থেকে ফিরে অনুরোধ করেছিলাম খেলতে কিন্তু সে খেলবে না।’ -বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

কমনওয়েলথে নারী দ্বৈত ইভেন্টে না খেলা সাদিয়া রহমান মৌ তার এসএসসি পরীক্ষার সময় দেশের স্বার্থে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। হৃদয় পড়াশোনার জন্য এশিয়ান জুনিয়র থেকে নিজেকে বিরত রাখলেও সামনে ঘরোয়া লিগে অংশগ্রহণ করলে আবার প্রশ্ন উঠবে৷ 

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ টেবিল টেনিস। সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেটে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান জুনিয়রে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনা সম্পর্কে বলেন, ‘দুই মাসের বেশি সময়ের প্রস্তুতি আমাদের। এখানে ভারত,কোরিয়া, জাপানের মতো দল খেলবে ফলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে। হৃদয় থাকলে দুটো ইভেন্টে তুলনামূলক বেশি ফাইট দেয়া যেত।’

ব্যক্তিগত, পুরুষ দ্বৈত ও পুরুষ দলগত এই তিন ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের তিন টিটি খেলোয়াড়।  তাদের সঙ্গে যাচ্ছেন কোচ মোহাম্মদ আলী, ম্যানেজার সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সহ-সভাপতি সাদী, অফিসিয়াল হিসেবে যাচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom