উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ,পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও তার মা অফিসে প্রবেশ করে। এ সময় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাল্টাপাল্টি ইট নিক্ষেপে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়। পরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: