উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আবারও এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। নিহত ওই রোহিঙ্গা নেতার নাম নূর হোসেন ওরফে ভুট্টু। শনিবার (১৭ জুন) রাত ৯টার দিকে উখিয়া ২ নং ক্যাম্পে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। এদিকে রোহিঙ্গা নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, আরসার ১০-২০ জন সদস্য ঘরে ঢুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।