ঈদের নামাজ পড়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
শনিবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় অন্তত আহত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিলনালিয়া গ্রামের মৃত রফিক বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাসের সঙ্গে একই গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে জাহিদ বিশ্বাস ও গিয়াস বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জাহিদ বিশ্বাস ও গিয়াস বিশ্বাস এবং তাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় সাইফুল বিশ্বাস ও তার লোকজন। হামলায় আহতদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে তারাও হামলায় আহত হয়।
এক পর্যায়ে বেশ কয়েকটি বসতঘর ও দোকানঘর ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। হামলায় সাহিনুর বেগম (৩৫), জাহিদ বিশ্বাস (৫৫), বশার বিশ্বাস (৫০), রাকিব বিশ্বাস (৩৫),, সাকিন বিশ্বাস (২২) সহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহিদ বিশ্বাস বলেন, সাইফুল বিশ্বাস ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের বসতঘর ও দোকানঘর ভাংচুর এবং লুটপাট করে। ওরা ঈদের দিনেও আমাদের রেহাই দেয়নি। সাইফুল বিশ্বাস বলেন, প্রতিপক্ষরা আমাদের বসতঘর ভাংচুর করেছে।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে।