ঈদের আগেই দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি
ঈদের আগেই দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আবারও ঢাকার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। আজ দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জেলা প্রশাসক বরাবরে চিঠি পৌঁছে দেন।
নিজস্ব প্রতিবেদক:ঈদের আগেই দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আবারও ঢাকার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। আজ দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জেলা প্রশাসক বরাবরে চিঠি পৌঁছে দেন। শিমুল বিশ্বাস বলেন পত্রিকাটি বন্ধ করে দেয়ায় একদিকে যেমন পত্রিকার পাঠকরা বঞ্চিত হচ্ছেন অন্যদিকে পত্রিকায় কর্মরত ১৫শ সাংবাদিক, কর্তমকর্তা, কর্মচারি আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রায় ৪০ বছরের চলমান একটি দৈনিক পত্রিকা কোন প্রক্রিয়াগত ত্রুটির অজুহাতে বন্ধ করে দেওয়া কাম্য হতে পারে না। দৈনিক দিনকালে পক্ষ থেকে প্রকাশক পরিবর্তনের জন্য ২০১৬ সালে প্রথমে জেলা প্রকাশককে চিঠি দেয়া হয়। এরপর নতুন প্রকাশক নিয়োগের জন্য আরও তিন দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অদ্যবধি এ বিষয়ে কোন সিদ্ধান্ত জেলা প্রশাসক জানাননি। তিনি বলেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিসংসায় পত্রিকাটি বন্ধ করে দেয়ায় জাতিসংঘসহ আর্ন্তজাতিক পরিমন্ডলে সমালোচনার ঝড় বইছে। অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথ বিবৃতি দিয়ে দৈনিক দিনকাল বন্ধের নিন্দা জানিয়েছেন। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল পত্রিকা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন। এমতাবস্থায় দৈনিক দিনকালের পক্ষ থেকে দেয়া আবেদন গ্রহন করে নতুন প্রকাশক নিয়োগ দিয়ে পত্রিকাটির প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।