ইয়াবাসহ চারঘাট থানার এএসআই আটক

শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ইয়াবাসহ চারঘাট থানার এএসআই আটক

প্রথম নিউজ, নাটোর: মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে ১৬২ পিস ইয়াবাসহ আটক হয়েছেন চারঘাট মডেল থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শাহানুর ইসলাম। বৃহস্পতিবার রাতে নাটোরের সদর থানাধীন রতবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, আটক এএসআই শাহানুরের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। তিনি সরকারি আদেশের বাইরে বৃহস্পতিবার থানার বাইরে অবস্থান করছিলেন। এ সময় রাত ৮টার দিকে নাটোর জেলার সদর থানাধীন রতবাড়ি এলাকায় ১৬২ পিস ইয়াবাসহ নাটোর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন। শুক্রবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।