ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল
প্রথম নিউজ, ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গত ২৮ অক্টোবর হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েলের দখলদার সেনারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার (৪ নভেম্বর) জানিয়েছে, গতকাল রোববার গাজায় এ তিন সেনা প্রাণ হারান। এতে গাজায় সবমিলিয়ে ৭৫ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত সবমিলিয়ে ৪০১ সেনা নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই ৭ অক্টোবরের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন। আর স্থল হামলা চালাতে গিয়ে নিহত হয়েছেন ৭৫ জন।
রোববার যেসব যেসব সেনা নিহত হয়েছেন তারা হলেন: ৫৫ নং রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের ৬৬৫৫ নং ব্যাটালিয়নের সার্জেন্ট মেজর নেরিয়া সাহের (৩৬)।
কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১ ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেন জুসমান (২২)। তিনি জেরুজালেমের বাসিন্দা ছিলেন।
গতকাল প্রাণ হারানো তৃতীয় সেনা হলেন ৬০১ নং ব্যাটালিয়নের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সার্জেন্ট বেনইয়ামিন ইয়েহোসুয়া নিধাম।
এই তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি গতকাল এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েল স্থল হামলায় ৭৫ সেনার মৃত্যুর কথা জানালেও; হামাসের দাবি ইসরায়েলিদের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধবিরতি চলাকালীন হামাসের এক জেষ্ঠ্য নেতা দাবি করেন, তাদের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৫০০ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।
এমনকি গতকাল রোববারই একসাথে ৬০ সেনার ওপর হামলার দাবি জানায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।