ইসরাইলের মিসাইল হামলার পর দুই ইহুদি নারীকে হত্যা
গাজা ও লেবানন থেকে ইসরাইলে রকেট হামলার পর এই পাল্টা হামলা চালানো হয়।
প্রথম নিউজ অনলাইন: একইসঙ্গে গাজা ও লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। গাজা ও লেবানন থেকে ইসরাইলে রকেট হামলার পর এই পাল্টা হামলা চালানো হয়। যদিও ইসরাইল জানিয়েছে, তাদের ওপরে ছোঁড়া বেশির ভাগ রকেট আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে। এরপরেও মোট চারটি রকেট ইসরাইলে আঘাত হেনেছে বলে জানা গেছে। এদিকে ইসরাইলের হামলার পরই পশ্চিম তীরে বন্দুক হামলায় দুই ইসরাইলি সেটলার নিহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে উঠে আছে, তখনই ইহুদিদের টার্গেট করে এই বন্দুক হামলার ঘটনা ঘটলো। শুক্রবার পশ্চিম তীরে থাকা ইসরাইলের হামরা সেটেলমেন্টে একটি গাড়িকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, ইসরাইলের সামরিক বাহিনী এরইমধ্যে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, হামরা জাংশনে একটি গাড়িকে টার্গেট করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। এদিকে দ্য ম্যাগেন ড্যাভিড আদম এম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহত দুইজনই নারী। ঘটনায় তৃতীয় আরেকজন গুরুতর আহত হয়েছেন। ইসরাইল লেবানন ও গাজায় কয়েক দফা মিসাইল হামলা চালানোর কিছুক্ষণ পরই এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাতে লেবাননে হামলা চালায় ইসরাইল। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আগে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছিল, তারই জবাবে পাল্টা আক্রমণ করা হয়েছে। লেবাননের সরকারি টেলিভিশন জানিয়েছে, দক্ষিণের বন্দর শহর টায়াহ’তে একটি উদ্বাস্তু ক্যাম্পের সামনে বিস্ফোরণ হয়েছে। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।
তবে শুধু লেবাননই নয়, একইসঙ্গে গাজাতেও আক্রমণ চালিয়েছে ইসরাইল। পশ্চিম তীরের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর একের পর এক আগ্রাসনের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে বিরাজ করছে। ফিলিস্তিনিদের হাতে একাধিক ইহুদি আক্রান্ত হওয়ার পর এখন ইসরাইলি সামরিক বাহিনী পশ্চিম তীরের শহরগুলোতে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। এর জবাবে গাজা ও লেবানন থেকে ইসরাইলে রকেট ছোড়া হয়। এর জবাবে পাল্টা মিসাইল হামলা চালায় ইসরাইল। এতে হামাসের একাধিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, যারা ইসরাইলে আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে, তাদের কড়া জবাব দেয়া হবে। ইসরাইল জানিয়েছে, লেবানন থেকে মোট ৩৪টি রকেট ছোঁড়া হয়। এর মধ্যে ২৫টিকে ধ্বংস করা সম্ভব হয়েছে। চারটি রকেট ইসরাইলে বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইসরাইলের নাগরিকদের নিজেদের কাছে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন দেশটির পুলিশ কমিশনার ইয়াকুব শাবতাই। উত্তরাঞ্চলীয় জর্ডান ভ্যালিতে দুই ইসরাইলি নারী খুনের শিকার হওয়ার পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। ইয়াকুব বলেন, এটি এমন একটি হামলা যা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের হুমকি কতটা প্রাসঙ্গিক। এই হুমকি মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তারপরেও আমি সকল নাগরিককে অস্ত্র সঙ্গে রাখার আহ্বান জানাচ্ছি। যাদের কাছে লাইসেন্স করা বন্দুক রয়েছে এবং যাদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ রয়েছে, তারা এখন থেকে বন্দুক নিজেদের সঙ্গে রাখবেন।