ইরানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রথম নিউজ, ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আমির-আব্দুল্লাহিয়ানের শারীরিক অবস্থা ভালো এবং তিনি কোয়ারেন্টিনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’ 

করোনার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের এজেন্ডা পরিবর্তিত হয়েছে বলেও জানান তিনি। খবর রয়টার্সের। 

এর আগে সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আমির-আবদুল্লাহিয়ান নভেম্বরের শেষের দিকে ভারত-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে নয়াদিল্লিতে যেতে পারবেন কিনা সে বিষয়ে খতিবজাদেহ এখনই কোনো ইঙ্গিত দেননি।