ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে ১২ নারী শ্রমিক নিহত

স্বর্ণ খনিতে ভূমিধসে সেখানে কর্মরত ১২ নারী শ্রমিক নিহত হয়েছেন

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে ১২ নারী শ্রমিক নিহত
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে ১২ নারী শ্রমিক নিহত-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে একটি অবৈধ স্বর্ণ খনিতে ভূমিধসে সেখানে কর্মরত ১২ নারী শ্রমিক নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর ওয়াশিংটন পোস্টের। 

বৃহস্পতিবার দুপুরের পর উত্তর সুমাত্রার মান্দাইলিং নাতাল জেলায় পাহাড়ি এলাকায় দুই মিটার গভীর একটি খনিতে স্বর্ণ খুঁজছিলেন ১৪ নারী শ্রমিক।
পাহাড়ধসে চাপা পড়ে ৩০ থেকে ৫৫ বছর বয়সি ১২ নারী শ্রমিক নিহত হন। 

তাদের সঙ্গে কাজ করা অপর দুই নারী এ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান এবং তারা গ্রামে ফিরে এ ঘটনার বিষয় কর্তৃপক্ষকে জানায়।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

খনিজসম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় অনুমতিহীন খনিগুলোতে এ ধরনের দুর্ঘটনা খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় লোকজনের কাছে আকর্ষণীয় পরিত্যক্ত বিভিন্ন সাইটে তারা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না নিয়েই অবশিষ্ট মূল্যবান ধাতু স্বর্ণ সংগ্রহে গেলে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom