ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের বৈঠক
বাইরে বিএনপিপন্থিদের স্লোগান
প্রথম নিউজ, ঢাকা: ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের বৈঠক চলছে। আর বাইরে স্লোগান দিয়ে মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার পর সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৈঠক শুরু হয়। এর আগে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য সুপ্রিম কোর্টে আসেন। বৈঠকে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী উপস্থিত রয়েছেন।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি যাওয়ার সময় স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। এর আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারা।