ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে তাইওয়ানের যুবক নিহত
ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়ে মারা গেছেন এক তাইওয়ানিজ যুবক
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়ে মারা গেছেন এক তাইওয়ানিজ যুবক। তিনি একজন স্বেচ্ছাসেবক ছিলেন।
ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়ে মারা গেছেন এক তাইওয়ানিজ যুবক। তিনি একজন স্বেচ্ছাসেবক ছিলেন। রুশ আগ্রাসেন তিনি প্রথম ব্যক্তি যিনি ইউক্রেন যুদ্ধে মারা গেছেন বলে জানিয়েছেন তাইপের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের একজন ফিল্ড কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
তাইপের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ইউক্রেনের একজন ফিল্ড কমান্ডার ২৫ বছর বয়সি সেং শেং-কুয়াংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, যিনি স্বেচ্ছাসেবক সেনাদের একটি ব্যাটালিয়নের সঙ্গে কাজ করতেন।
তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেং শেং কুয়াংয়ের মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে তাইওয়ানের সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) বলেছে— তিনি পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কে যুদ্ধের সময় আহত হয়েছিলেন এবং পরে রক্তক্ষরণে মারা গেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews