ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশ্নে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ১৪০ ভোটে ইউক্রেনের পক্ষে আনা প্রস্তাবটি পাস হয়েছে। যদিও এ প্রস্তাব মানতে রাশিয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর এএফপি।
এর আগে বুধবার (২৩ মার্চ) প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। এদিন ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়েও রাশিয়া নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে সেটি গৃহীত হয়নি।
ইউক্রেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০ সদস্য দেশ। আর ভোটে বিরত ছিল ৩৮টি দেশ। বিরত থাকা দেশগুলোর মধ্যে ভারত, চীন, পাকিস্তান রয়েছে। আর এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। তারা হলো- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।
গত ২ মার্চ সাধারণ পরিষদে ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাব পাস হয়। তখনও ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। তবে ওই সময় বাংলাদেশ ভোট থেকে বিরত ছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews