আশুগঞ্জে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা

সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

আশুগঞ্জে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা
আশুগঞ্জে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।  বিএনপি নেতারা  অভিযোগ করে বলেন, উকিল আব্দুস সাত্তার বিগত ৪ বছর সংসদ সদস্য থাকার পরও বিএনপি নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। ছেলে মঈনুল হক তুষার টিরআর কাবিখার নামে লুটপাট করছে। বিএনপি থেকে পদত্যাগ করে দলীয় সিদ্ধান্ত না মেনে তিনি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সেজন্য উকিল আব্দুস সাত্তার  ও তার ছেলে মঈনুল হক তুষারকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।  যদি দলীয় নেতা-কর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

বিএনপির যৌথ সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি ইদ্রিস আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ই ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার ভূঁইয়া। রোববার বিকেলে উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র ক্রয় করেন। রোববার (১ জানুয়ারি) বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক ব্যক্তি জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।  এরপর রোববার কেন্দ্রীয় বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। 

২০১৮ সালের নির্বাচনে আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘আব্দুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো আদর্শ নেই, তিনি নষ্ট হয়ে গেছেন। ’ এদিকে, আব্দুস সাত্তারের ছেলে মঈনুল ইসলাম তুষার বলেন, ‘আমার এক আত্মীয় মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমার বাবা নির্বাচন করবেন কি না, এ বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে যদি নির্বাচন করেন তাহলে স্বতন্ত্র থেকে করবেন। তিনি কোনো দলে যোগ দেননি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom