আরও বড় হামলা চালাবে রুশ সেনারা, আশঙ্কা জেলেনস্কির

রুশ সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর আবারও বড় ধরনের হামলা চালাতে পারে

 আরও বড় হামলা চালাবে রুশ সেনারা, আশঙ্কা জেলেনস্কির
 আরও বড় হামলা চালাবে রুশ সেনারা, আশঙ্কা জেলেনস্কির-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর আবারও বড় ধরনের হামলা চালাতে পারে। রোববার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় জনগণকে সতর্ক করে এমন তথ্য জানান জেলেনস্কি। খবর দ্য গার্ডিয়ানের।

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে হামলা চালানোর বদলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোর ওপর হামলা জোরদার করেছে রুশ সেনারা। বিশেষ করে রাজধানী কিয়েভের বিভিন্ন স্থাপনার ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অব্যাহত হামলা চালিয়েছে তারা। এসব হামলায় ইউক্রেনের প্রায় ৪০ ভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।  

সাধারণ ইউক্রেনীয়দের সতর্ক করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমরা বুঝতে পারছি সন্ত্রাসী রাষ্ট্র (রাশিয়া) আমাদের অবকাঠামোর ওপর, বিশেষ করে জ্বালানি অবকাঠামোর ওপর আবারও বড় ধরনের হামলা চালানোর জন্য সেনা সমাবেশ করছে।’

তিনি আরও বলেছেন, ‘এ হামলা চালানোর জন্য আলাদাভাবে রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র প্রয়োজন। আমরা এর জবাব দিতে প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক এক টুইট বার্তায় জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালালেও ইউক্রেন ‘দাঁড়িয়ে’ থাকবে। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, অবকাঠামো রক্ষা করে এবং দৃঢ় চেতনার মাধ্যমে ইউক্রেনকে টিকিয়ে রাখা হবে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্যতম বড় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়াসনোর প্রধান নির্বাহী সের্গেই কোভালেঙ্কো বলেছেন, ‘সোমবার বিদ্যুৎ সরবরাহে ৩২ ভাগ ঘাটতি মোকাবিলা করতে হয়েছে ইউক্রেনকে। এটি অনেক বড়, অনিয়ন্ত্রিত পরিস্থিতি।’

ইউক্রেনের জাতীয় গ্রিডকে স্থিতিশীল রাখতে বর্তমানে দেশজুড়ে রুটিনমাফিক লোডশেডিং করা হচ্ছে। জ্বালানি খাতে এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনকে ৫০০টি জেনারেটর পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৭টি দেশ

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom