আবর্জনায় ভরাট হচ্ছে বামনসুন্দর খাল

খাল সরু হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হলেও এনিয়ে দায়িত্বশীলদের কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

আবর্জনায় ভরাট হচ্ছে বামনসুন্দর খাল

প্রথম নিউজ,চট্টগ্রাম: ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল। ফলে খাল সরু হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হলেও এনিয়ে দায়িত্বশীলদের কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

সরেজমিনে দেখা গেছে, বামনসুন্দর দারোগাহাট বাজার ঘেঁষে যাওয়া এ খালের পাশে একটি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। খাল ও বাজারকে ঘিরে চলাচল করছে কাটাছরা, মিঠানালা, বামনসুন্দর, বাড়িয়াখালী, রহমতাবাদ, সুফিয়া, ইছাখালী, ঝুলনপোলসহ আশপাশের তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় পানির তীব্র স্রোত ছিল এ খালে। এ খালের পানি ব্যবহার হতো আশপাশের কৃষকদের জমি চাষে। অথচ বর্তমানে খালের বড় একটি অংশ জুড়ে ব্যবসায়ীরা প্রতিদিন ময়লা-আবর্জনা ও অপচনশীল দ্রব্যাদি ফেলছেন। এতে করে খাল হারিয়েছে পানির স্বাভাবিক প্রবাহ। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে সৃষ্ট দুর্গন্ধে রোগ-ব্যাধি ছড়ানোর আশঙ্কাও বাড়ছে দিনদিন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, এভাবে বাধাহীন সব ময়লা খালে ফেলায় একদিকে যেমন দুর্গন্ধ হচ্ছে অপরদিকে পরিবেশ বিপর্যয় ঘটছে। প্রতিবাদ করতে চেয়ে ও রহস্যজনক ভয়ে কেউ মুখ খুলছে না।

বাজারের ব্যবসায়ী শফিউল আলম বলেন, পদাধিকার বলে বাজার পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান। তার মাধ্যমে প্রতি বছর বাজার উন্নয়নের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ আসে। কিন্তু চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। খালে বর্জ্য ফেলার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের বাঁধা দেওয়া যাচ্ছে না। ময়লা ফেলার জন্য তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই। এভাবে খালে বর্জ্য ফেলা ঠিক হচ্ছে না বলেন তিনি।

কাটাছরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমি তো শুধু পদাধিকার বলে সভাপতি। আমার কাছে কোনো দায়িত্ব নেই। বাজারের দায়িত্বে যারা আছেন বিষয়টি তারা দেখলে ভাল হয়। ব্যবসায়ীদের সর্তক করে দিলে খালটি দূষণ ও দখল থেকে মুক্তি পাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom