আফ্রিদিকে নিয়ে তুমুল আলোচনা, বাড়াবাড়ি বলছেন বাট
প্রথম নিউজ, ডেস্ক : ২৭ ফেব্রুয়াররি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে প্রথম পিএসএল ট্রফি জিতলো লাহোর কালান্দার্স। তাতে স্টিভ স্মিথকে (২২) ছাড়িয়ে সবচেয়ে কমবয়সী অধিনায়ক হয়ে কোনো টি-টোয়েন্টি লিগ জেতার রেকর্ড গড়লেন শাহিন শাহ আফ্রিদি (২১ বছরে)।
কালান্দার্স হেড কোচ আকিব জাভেদ তাই এখনই শাহিনকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দেখতে চান। তবে আকিবের চিন্তাভাবনার সঙ্গে কিছুতেই একমত হতে পারছেন না সাবেক ওপেনার সালমান বাট৷
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘নিঃসন্দেহে সে (শাহিন) দক্ষতার সঙ্গে দুর্দান্ত অধিনায়কত্ব করেছে। কিন্তু এখনই সপ্তম গিয়ারে গাড়ি চালানোর কোনো মানে নেই। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর সঙ্গে পিএসএলের আকাশ পাতাল তফাৎ। তার ব্যাপারে আকিব ভাইয়ের আলাদা ভাবনা থাকতেই পারে। তবে এখনই এই ব্যাপারে আলোচনা করার সময় আসেনি।’
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ ৪-৫ জন সমসাময়িক ক্রিকেটার আছেন-যারা ভবিষ্যতে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন বলে বিশ্বাস করেন বাট। তবে এ নিয়ে বেশি আলাপ আলোচনা করলে ক্ষতিটা হবে পাকিস্তান ক্রিকেট দলেরই, মনে করেন সাবেক এই ওপেনার।
এই প্রসঙ্গে বাটের ভাষ্য, ‘আপনার হাতে এক ঝাঁক অধিনায়কের গ্রুপ থাকা উচিত। কিন্তু যদি বলাবলি করা হয়, অমুখের অধিনায়ক হওয়া উচিত, এটা তো বাড়াবাড়ি। আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে এই বছরে। তাই এসব নিয়ে এখন আলাপ-আলোচনা না করাই ভালো।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews