আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সাংবাদিকদের সাথে আছে: ডাচ রাষ্ট্রদূত

মুক্ত গণমাধ্যম, আইনের শাসন ছাড়া গণতন্ত্র হয় না

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সাংবাদিকদের সাথে আছে: ডাচ রাষ্ট্রদূত
আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সাংবাদিকদের সাথে আছে: ডাচ রাষ্ট্রদূত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মুক্ত গণমাধ্যম, আইনের শাসন ছাড়া গণতন্ত্র হয় না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন। সংবিধান গৃহীত হওয়ার ৫০ বছর পরও দেশে স্রেফ কার্টুন আঁকার জন্য, দুর্নীতির খবর প্রকাশ করার কারণে অনেককে গ্রেফতার করা হচ্ছে- সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেনের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সাংবাদিকদের সাথে আছে। শুক্রবার বিকেলে রাজধানীর দৃক গ্যালারিতে 'ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী ২০২২' এর উদ্বোধনী অনুষ্ঠানে ডাচ রাষ্ট্রদূত এমন আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক জৌমানা এল জেইন খৌরি, আলোকচিত্রী ও ওয়ার্ল্ড প্রেস ফটো'র সাবেক জুরি আবীর আবদুল্লাহ, দৃকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রদর্শনীর সব ছবি দেশেই প্রিন্ট করা হয়েছে জানিয়ে শহিদুল আলম বলেন, "আগে সব ছবি বিদেশ থেকে প্লেনে করে আসতো। কিন্তু, আমরা এখন একটা আস্থার জায়গায় এসেছি। সবাই জানে যে, এই মানের কাজ বাংলাদেশেও হয়।"

তিনি বলেন, "ওয়ার্ল্ড প্রেস ফটোর নীতিমালার মধ্যেই রয়েছে কোনো ছবি বাদ দেওয়া যাবে না। যেখানে সেন্সরশিপ রয়েছে সেখানে দেখানো যাবে না। সেই শর্তেই তারা প্রদর্শনী করতে রাজি হয়।" দৃক সেভাবেই আয়োজন করছে জানিয়ে তিনি বলেন, "বাইরের মানুষের কোনো এখতিয়ার নেই এখানে কিছু বলার। দেশের পরিস্থিতি সবাই জানেন। এখানে কি বলা যায় কি বলা যায় না, কি দেখানো যায় কি দেখানো যায় না তার মধ্যে অনেক ব্যাপার রয়েছে। একটা জায়গা অন্তত থাকা উচিত যেখানে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। আমরা প্রতিবাদ করতে পারবো, বলতে পারবো।" অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আলোকচিত্রপ্রেমী বা দর্শকদের জন্য প্রর্দশনীটি (বিকেল ০৩টা থেকে রাত ০৮টা) ২১ শে নভেম্বর পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন নেদারল্যান্ডস ভিত্তিক একটি স্বাধীন ও অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পেশাদার ফটোসাংবাদিকদের কাজের মূল্যায়নের স্বীকৃতি দান। তাদের পেশাগত মানোন্নয়ন এবং বিশ্বের সব ফটোসাংবাদিকের একটি অভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় করানোর প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিবছর সংস্থাটি একটি উঁচুমানের প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। 'ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী ২০২২' হলো এ ধরনের ফটোগ্রাফি প্রতিযোগিতার ৬৫তম আয়োজন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom