আজ সারা দেশে সকল থানায় পদযাত্রা বিএনপির

প্রথমবারের মতো থানা পর্যায়ের এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।

আজ সারা দেশে সকল থানায় পদযাত্রা  বিএনপির
মহানগরের থানায় আজ বড় শোডাউন করতে চায় বিএনপি

প্রথম নিউজ, অনলাইন: সরকার পতনসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশের মহানগরগুলোর থানা পর্যায়ে পদযাত্রা করবে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। এই কর্মসূচির মাধ্যমে থানায় থানায় অবস্থান জানান দিতে চায় তারা। পদযাত্রা সফল করতে পূর্ব থেকেই নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলমান আন্দোলন জোরালো করতে সর্বস্তরের নেতাকর্মীদের দেয়া হয়েছে নির্দেশনা। ঢাকাসহ সকল মহানগরে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। প্রথমবারের মতো থানা পর্যায়ের এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে ইউনিয়ন-জেলা-বিভাগের পর এবার সারা দেশে থানায় থানায় পদযাত্রা করছে দলগুলো। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচির এটি অষ্টম কর্মসূচি। এর আগে গত ২৩শে ডিসেম্বর গণমিছিলের মধ্যদিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

আড়াই মাসে তারা সারা দেশে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে যুগপৎ ভাবেই। এরপর গত ১২ই ফেব্রুয়ারি থেকে তারা ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রার কর্মসূচি শুরু করে। বিএনপি’র কেন্দ্রীয় দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সারা দেশে সকল থানায় পদযাত্রা হবে। দলের কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবগুলো থানায় পদযাত্রা হবে। এসব পদযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা থাকবেন। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট আলাদা আলাদাভাবে রাজধানী ঢাকায় পদযাত্রা করবে। গণমঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তরাঁ পর্যন্ত নীরব পদযাত্রা করবে।

১২ দলীয় জোট সকাল ১১টায় বিজয়নগরে পানির ট্যাংকের কাছে সমাবেশ করে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, কালভার্ট সড়ক হয়ে বিজয়নগরে পানি ট্যাংক পর্যন্ত পদযাত্রা করবে। জাতীয়তাবাদী সমমনা জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সকাল ১১টায় বিজয় নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ঘুরে কাকরাইল মোড় পর্যন্ত পদযাত্রা করবে। এ ছাড়া সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল ১১টায় পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পদযাত্রা করবে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: