আজভস্টালে আত্মসমর্পণ করা ৯৫৯ ইউক্রেন সেনা কারাগারে: রাশিয়া

বুধবার রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বিচ্ছিন্ন কারাগারে তাদের স্থানান্তর করা হয়েছে

আজভস্টালে আত্মসমর্পণ করা ৯৫৯ ইউক্রেন সেনা কারাগারে: রাশিয়া
আজভস্টালে আত্মসমর্পণ করা ৯৫৯ ইউক্রেন সেনা কারাগারে: রাশিয়-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানা এলাকায় লুকিয়ে থাকা ৯ শতাধিক ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করলে তাদের নির্বাসিত বন্দি হিসেবে কারাগারে পাঠিয়েছে রাশিয়া। 

বুধবার রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বিচ্ছিন্ন কারাগারে তাদের স্থানান্তর করা হয়েছে। খবর বিবিসির। 

উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি হলে তার অংশ হিসেবে সেখানকার ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচাতে তাদের অবস্থান থেকে সরে আসার নির্দেশ দেয় ইউক্রেন। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে কারখানা এলাকায় খাবার এবং পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে আছে। 
 
রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেন, মঙ্গলবার পর্যন্ত ৯৫৯ জন ইউক্রেনীয় আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে আহত ৫১ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়। আর বাকিদের দোনেৎস্ক অঞ্চলের রাশিয়ানিয়ন্ত্রিত এলাকার ওলেনিভকা শহরের নির্বাসিত বন্দিদের সাবেক কারাগারে পাঠানো হয়। 

এদিকে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব নিজেদের নায়কদের দেশে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় ব্যবস্থার আশা করছে।  

অন্যদিকে ইউক্রেনীয় এ সেনাদের ভাগ্যে কি ঘটছে তা পরিষ্কার নয়। তাদের কি অপরাধী বা যুদ্ধবন্দি হিসেবে গণ্য করা হবে কিনা, এ ব্যাপারে মন্তব্য করতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অস্বীকৃতি জানিয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom