আগামী নির্বাচন কেমন হবে, দেখার আগ্রহ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের

আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জেরেমি ব্রুআর।

আগামী নির্বাচন কেমন হবে, দেখার আগ্রহ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে তা দেখার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। এ ছাড়া তিনি সদ্যসমাপ্ত কুসিক নির্বাচনের বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জেরেমি ব্রুআর। সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান সিইসি। সিইসি বলেন, আলোচনা তেমন কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এ সময় তিনি তাদের দেশের নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলেন। আমি সব শুনেছি; আমাদের নির্বাচন সম্পর্কেও তার স্পষ্ট ধারণা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে।

জেরিমি ব্রুআর কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, না, কোনো পরমর্শ দেননি। তারা কুসিক নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। নির্বাচনটি ভালোভাবেই শেষ হয়েছে, তবে শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছিল কি না? আমরা তাদের কাছে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেছি। ‘আগামী নির্বাচন কেমন হবে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom