অসহায় ও দুঃস্থদের মাঝে জাসাসের শীতবস্ত্র বিতরণ

অসহায় ও দুঃস্থদের মাঝে জাসাসের শীতবস্ত্র বিতরণ

প্রথম নিউজ, ঢাকা: মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নীচে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহ্সচিব এ্যাড. রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবদুস সালাম অজাদ, বিএনপি’র সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন, সদস্য মিজানুর রহমান সরদার মিলন, এবিএম সোহেল রশিদ, জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন, সদস্য (দফতরের দায়িত্বে) মোঃ মিজানুর রহমান, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আজিজ, জাসাস মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক মনন আসাদ, মোঃ সাজ্জাদ সাজ্জু, জাসাস মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন ইমনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।