অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে নবনির্বাচিত চেয়ারম্যান জাকির আটক
রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ রাতুল হাসান জাকির নামে এক নবনির্বাচিত চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) জায়েদ শাহরিয়ার। এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাতুল হাসান জাকির রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। একইসঙ্গে ফয়সাল আহমেদ নামে আরও একজনকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বাভাবিক অপারেশনের অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাতুল হাসান জাকির ও তার বন্ধু ফয়সাল আহমেদকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার বলেন, তাদের কাছ থেকে দুটো ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: