অর্থ আত্মসাতে ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

তদন্তকারী কর্মকর্তা ও দুদক উপ-পরিচালক তানজির হাসিব সরকার ওই চার্জশিট আদালতে দাখিল করেছেন।

অর্থ আত্মসাতে ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

প্রথম নিউজ, ঢাকা: ৮ কোটি টাকা আত্মসাতের মামলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকার ও গ্রাহক মো. জহিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তকারী কর্মকর্তা ও দুদক উপ-পরিচালক তানজির হাসিব সরকার ওই চার্জশিট আদালতে দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার মোট ৬ জন আসামিকে দাখিল করা চার্জশিটে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- প্রধান আসামি তাসলিম সরকারের স্ত্রী মোছা. আমেনা আক্তার, বিএম নাজমুল হক ও তার স্ত্রী নাহিদ সুলতানা, আমিনুল হক ভূইঁয়া, হাজী মো. ফিরোজ ভূইঁয়া এবং  নাছরীন আকতার কনা। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

তদন্তে আসামি মো. তাসলিম সরকার ও অন্য আসামীর বিরুদ্ধে পরস্পর যোগসাজশে মোট ৮ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ২৮৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। 

দুদক সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের মামলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকারকে ২০২০ সালের ৮ নভেম্বর