অ্যাথলেটিক্সে দেশসেরা ফুলবাড়ীর সিয়াম

সিয়াম ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হোসেন আলীর ছেলে।

অ্যাথলেটিক্সে দেশসেরা ফুলবাড়ীর সিয়াম
অ্যাথলেটিক্সে দেশসেরা ফুলবাড়ীর সিয়াম

প্রথম নিউজ, খেলা ডেস্ক : শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশ সেরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহপরান সিয়াম (১৪)। সিয়াম ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হোসেন আলীর ছেলে। ১৩ মার্চ সোমবার ঢাকার বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার ‘ক’ বিভাগের দীর্ঘ লাফ (লং জাম্প) ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন সিয়াম। এ ইভেন্টে তিনি ৬ দশমিক ২৮ মিটার দূরত্ব অতিক্রম করেন।

এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিয়াম। শাহপরান সিয়াম বলেন, অ্যাথলেটিক্সে দেশ সেরা হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে সারা বিশ্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম ছিনিয়ে আনতে চাই। সিয়ামের বাবা হোসেন আলী বলেন, শত অভাব অনটনের মধ্যে থেকেও আমার ছেলে দেশ সেরা হয়েছে।  এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: