অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রথম নিউজ, ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী আজ ১৬ নভেম্বর ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এর নেতৃত্বে (শাহবাগ,রমনা, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর) জোন- ০৫ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান,স্বেচ্ছাসেবক মহানগর দক্ষিণ এর যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী এবং জোন ৫ এর থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ। মিছিলটি মালিবাগ মোড় থেকে রাজারবাগ গ্রীন লাইন পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।