অপ্রশিক্ষিত পুরুষদের যুদ্ধে পাঠানো বন্ধ করতে পুতিনের কাছে কাতর আর্জি রাশিয়ান স্ত্রী-মায়েদের

পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সরবরাহ ছাড়াই পরিবারের পুরুষ সদস্যটিকে ইউক্রেনের  বিরুদ্ধে যুদ্ধে পাঠানো বন্ধ করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  কাছে আর্জি জানালেন রাশিয়ান স্ত্রী ও মায়েরা।

অপ্রশিক্ষিত পুরুষদের যুদ্ধে পাঠানো বন্ধ করতে পুতিনের কাছে কাতর আর্জি রাশিয়ান স্ত্রী-মায়েদের
অপ্রশিক্ষিত পুরুষদের যুদ্ধে পাঠানো বন্ধ করতে পুতিনের কাছে কাতর আর্জি রাশিয়ান স্ত্রী-মায়েদের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সরবরাহ ছাড়াই পরিবারের পুরুষ সদস্যটিকে ইউক্রেনের  বিরুদ্ধে যুদ্ধে পাঠানো বন্ধ করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  কাছে আর্জি জানালেন রাশিয়ান স্ত্রী ও মায়েরা। স্বাধীন রাশিয়ান টেলিগ্রাম চ্যানেল SOTA দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে ওই নারীদের বলতে শোনা গেছে - মাত্র চার দিনের প্রশিক্ষণ দিয়ে  তাদের প্রিয়জনদের রাশিয়ান সৈন্যদলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল । ভিডিওটিতে দেখা গেছে  যে নারীরা  রাশিয়ান ভাষায় একটি সাইন দেখাচ্ছেন যাতে লেখা -''580 Separate Howitzer Artillery Division.''তারিখ ১১ মার্চ, ২০২৩।

রেকর্ডিংয়ের সময়  একজন নারী প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে বলছেন-''আমার স্বামীকে জোর করে যুদ্ধে পাঠিয়ে দেয়া হয়েছে। আমাদের পুরুষদের মেষশাবকের মতো সেখানে জবাই করা হচ্ছে। এক সময়ে পাঁচজন, ১00 জন ভারী অস্ত্রধারী শত্রুর বিরুদ্ধে লড়ছে। তারা তাদের স্বদেশের জন্য লড়াই করতে প্রস্তুত কিন্তু তারা যে   প্রশিক্ষণ নিয়ে যুদ্ধের ময়দানে গেছে তা পর্যাপ্ত নয় ।আমরা আপনাকে  আমাদের ছেলেদের সেখান থেকে  ফিরিয়ে আনতে নতুবা পর্যাপ্ত কামান এবং গোলাবারুদ সেখানে সরবরাহ করার আর্জি জানাচ্ছি।  ''CNN যদিও  ভিডিওতে নারীদের  দাবিগুলো আলাদাভাবে যাচাই করেনি ।  ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে  কয়েক হাজার লোককে প্রশিক্ষণ ছাড়াই পাঠানোর সিদ্ধান্ত  রাশিয়া জুড়ে  প্রতিবাদের জন্ম দিয়েছে। অনেক রাশিয়ানকে বিশেষ করে যুবকদের  দেশ ছেড়ে পালিয়ে যেতে প্ররোচিত করেছে।

এরকমই একজন রাশিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তি সিএনএনকে বলেছিলেন -''আমরা রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিলাম কারণ আমরা বাঁচতে চাই। আমরা ভয় পাচ্ছি যে আমাদের ইউক্রেনে পাঠানো হতে পারে।'' রাশিয়ান পুরুষদের পরিবার এই সিদ্ধান্তের সমালোচনা করে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবের পাশাপাশি নেতৃত্বের অভাব, অপর্যাপ্ত ইউনিফর্ম, পুষ্টিকর  খাবারের অভাব  এবং চিকিৎসার অভাবের মতো  বিষয়গুলি তুলে ধরেছেন ।

সূত্র : সিএনএন

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: