অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের 

নিহত নিশান পূর্ব চররুহিতা গ্রামের নবী উল্যার ছেলে। 

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের 

প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশান (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের পূর্ব চররুহিতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান পূর্ব চররুহিতা গ্রামের নবী উল্যার ছেলে। 

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানা যায়, নিশান তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে স্থানীয়রা নিশানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়। 

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি।