৮ দিনের রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা আমিনুল হক

৮ দিনের রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা আমিনুল হক

প্রথম নিউজ, ঢাকা: পল্টন থানার একটি মামলায় আট দিনের রিমান্ড শেষে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার পুলিশের রিমান্ড শেষে তাকে ঢাকা মেজিস্ট্রেট আদালতে হাজির করলে এ আদেশ দেওয়া হয়।
গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা পল্টন থানায় একটি মামলায় তাকে আটক করে।