৩২ দিন পর বৃষ্টি পেল বাংলাদেশ

আজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

৩২ দিন পর বৃষ্টি পেল বাংলাদেশ

প্রথম নিউজ, ঢাকা: দীর্ঘ ৩২ দিন পর বৃষ্টিতে ভিজেছে বাংলার মাটি। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর গত (২৬ অক্টোবর) বাংলাদেশে সর্বশেষ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর দীর্ঘ এই সময়টুকুতে আর কোথাও বৃষ্টিপাত হয়নি। 

বজলুর রশিদ বলেন, আজও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে । দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ তেঁতুলিয়াতে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ কুমিল্লাতে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পরতে পারে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom