৩০,৭৯৯ টাকার জিনিস মাত্র ১ টাকায়, স্বাধীনতা দিবসে মাথা খারাপ করা অফার দিচ্ছে Asus

৩০,৭৯৯ টাকার জিনিস মাত্র ১ টাকায়, স্বাধীনতা দিবসে মাথা খারাপ করা অফার দিচ্ছে Asus

প্রথম নিউজ, টেকনো ডেস্ক: ভারতবাসীরা ইতিমধ্যেই আসন্ন ১৫ আগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে। এই উপলক্ষ্যে প্রতিবছরই এদেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon India) এবং ফ্লিপকার্ট (Flipkart) যথাক্রমে তাদের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল (Great Freedom Festival) এবং বিগ সেভিংস ডেস সেল (Big Savings Days Sale)-এর আয়োজন করে থাকে, এবছরেও তার ব্যতিক্রম নেই। এছাড়াও, বিভিন্ন ইলেকট্রনিক ব্র্যান্ড পৃথকভাবে তাদের প্রোডাক্ট রেঞ্জের ওপর নানা অফার ঘোষণা করতে শুরু করেছে। আর এখন সেই পথ অনুসরণ করে, তাইওয়ানের বিখ্যাত ব্র্যান্ড আসুস (Asus)-ও ভারতীয় ক্রেতাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অফার ঘোষণা করেছে। চলুন তাহলে এই অফারগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Asus-এর ইন্ডিপেন্ডেন্ট ডে সেলের অফার

আসুসের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেলটি গতকাল (৪ আগস্ট) থেকে চালু হয়েছে এবং আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে। এই সেলে কোম্পানি তাদের টাফ ১৫ এবং ভিভোবুক ১৫ প্রো সিরিজের ল্যাপটপের ওপর বিশেষ অফার দিচ্ছে। এগুলির দামের ওপর কোনও ছাড় পাওয়া না গেলেও, আসুস মাত্র এক টাকার বিনিময়ে ল্যাপটপগুলিতে ৩০,৭৯৯ টাকা পর্যন্ত মূল্যের দুই বছরের অতিরিক্ত ওয়ারেন্টি এবং তিন বছরের লোকাল ড্যামেজ প্রোটেকশন অফার করছে৷

উল্লেখিত অফারটি আসুস / আরওজি এক্সক্লুসিভ স্টোর এবং আসুসের ই-শপে উপলব্ধ ভিভোবুক ১৫ প্রো (M6500QC), ভিভোবুক ১৫ ওলেড (M3500QC), টাফ গেমিং এফ১৫ (FX506HF) এবং টাফ গেমিং এফ১৫ (FX506HC)- এই নির্বাচিত মডেলগুলির সাথে পাওয়া যাবে। গ্রাহকরা আসুসপ্রোমো ওয়েবসাইটে অফারটি রিডিম করতে পারবেন। তবে মনে রাখবেন, ল্যাপটপটি কেনার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে অফারটি অবশ্যই রিডিম করতে হবে।

উল্লেখ্য, Asus TUF Gaming 15 (FX506HF) এবং (FX506HC) হল সাশ্রয়ী মূল্যের গেমিং ল্যাপটপ৷ এগুলি মিলিটারি-গ্রেডের মজবুতি অফার করে এবং একাদশ প্রজন্মের Intel Core i5 প্রসেসরে চলে। ল্যাপটপগুলি একাধিক র‍্যাম, স্টোরেজ এবং জিপিইউ কনফিগারেশনে উপলব্ধ। FX506HF এবং FX506HC মডেলগুলির দাম যথাক্রমে ৫৭,৯৯০ টাকা এবং ৬৩,৯৯০ টাকা থেকে শুরু হয়। এদিকে, Asus Vivobook Pro 15 এবং 15 OLED ল্যাপটপগুলি পঞ্চম প্রজন্মের AMD Ryzen 5 এবং Ryzen 7 প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে বিভিন্ন র‍্যাম, স্টোরেজ এবং জিপিইউ বিকল্পগুলিতে পাওয়া যায়।