৩০ বছরের আক্ষেপ মেটাতে স্পিন দিয়ে দল ভারী করলো শ্রীলঙ্কা
১৯৯২ সালে সবশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা
প্রথম নিউজ, ডেস্ক : ১৯৯২ সালে সবশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর খেলা তিন সিরিজের সবকয়টিই হেরেছে তারা। এবার সুযোগ এসেছে আবার ঘরের মাঠে অসিদের বিপক্ষে সিরিজ জেতার। আজ (মঙ্গলবার) পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে জিতলেই সিরিজ হয়ে যাবে লঙ্কানদের।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সেই মিশনে অবশ্য টস হেরে গেছে স্বাগতিকরা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম তিন ম্যাচের দুইটিতে জিতেছে শ্রীলঙ্কা, অন্যটির ফল গেছে অস্ট্রেলিয়ার পক্ষে।
আজ সিরিজ নিশ্চিত করার মিশনে একাদশে একগাদা স্পিনার নিয়েছে শ্রীলঙ্কা। দলে আগে থেকেই ছিলেন জেফরে ভেন্ডারসাই, মহেশ থিকশানা ও দুনিথ ওয়েলালাগে। এ তিনজনের সঙ্গে আজ যোগ করা হয়েছে ভানিন্দু হাসারাঙ্গাকে। অর্থাৎ চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে তারা।
পেস বোলিং অপশন হিসেবে রয়েছেন দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা করুনারাত্নে। এছাড়া পার্টটাইম অফস্পিনার হিসেবে ধনঞ্জয় ডি সিলভাকেও কয়েক ওভার হাত ঘোরাতে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়া বরাবরের মতো ভারসাম্য রেখেই একাদশ সাজিয়েছে।
শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথা আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারাত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, জেফরে ভেন্ডারসাই ও মহেশ থিকশানা।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, ম্যাট কুনহেমান ও জশ হ্যাজলউড।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews