১৭০ রানের পুঁজি পেলেই জিততে পারবে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়

প্রথম নিউজ, ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। সোমবার ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। তার আগে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স জানালেন ১৭০ রান হলেই ম্যাচ জেতা সম্ভব।
অধিনায়ক সাকিব আল হাসান রোববারের অনুশীলনে না থাকলেও ছিলেন সৌম্য সরকার, মেহেদী মিরাজরা। তাসকিন আহমেদ, এবাদত হোসেন করেছেন ব্যাটিং নিয়ে কাজ করেছেন। মোসাদ্দেক সৈকত, আফিফ হোসেন করেছেন বোলিং অনুশীলন। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম এবং ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স মাঠে থেকেই ক্রিকেটারদের এসব অনুশীলন পর্যবেক্ষণ করেছেন।
অনুশীলনে শেষে ক্রিকেটাররা কোনো কথা না বললেও নিজেদের ভাবনার কথা গণমাধ্যমে জানিয়েছেন সিডন্স, ‘নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কেবল একটি স্কোর ছিল দুইশোর উপরে। যে কারণে ২০০ করা নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০ বা ১৭০ নিয়মিত করতে পারি, তাহলে আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা ম্যাচ হারার চেয়ে জিতবোই বেশি।’
সিডন্স আরও যোগ করেন, ‘বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। ১৭০ করতে পারলে আমরা খুবই খুশি থাকবো। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews