১৬ই সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপি

ইতিমধ্যে তারা এই রোডমার্চের একটি খসড়া তালিকা তৈরি করেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

১৬ই সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপি

 প্রথম নিউজ, অনলাইন: আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে এবার তারুণ্যের রোডমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভোটাধিকার বঞ্চিত তরুণ ভোটারদের সরকার পতনের একদফার আন্দোলনে সম্পৃক্ত করতেই নতুন এই কর্মসূচি দিচ্ছে সংগঠন তিনটি। ইতিমধ্যে তারা এই রোডমার্চের একটি খসড়া তালিকা তৈরি করেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ- মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর- নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনি-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে। এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।