১১ হলে মুক্তি পেল নাঈম-মিথিলার সিনেমা

১১ হলে মুক্তি পেল নাঈম-মিথিলার সিনেমা

প্রথম নিউজ, অনলাইন:   ভালোবাসা দিবসে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটির সিনেমা ‘জলে জ্বলে তারা’। সিনেমাটি রাজধানীর ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে।

জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে দেখা যাবে ‘জলে জ্বলে তারা’। 

সিনেমাটিতে রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায় অর্থাৎ তারা চরিত্রে।
এখানে হোসেন মাঝির চরিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম।

অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নাঈম-মিথিলা ছাড়া আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।