হাহাকার করছেন কৃষি মার্কেটের ব্যবসায়ীরা
আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে তাদের।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হাহাকার করছেন। তাদের পণ্য সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে তাদের।
ব্যবসায়ীরা বলছেন, আগুনে সব পুড়ে যাওয়ায় বেঁচে থাকার অবলম্বন হারিয়ে তারা এখন কী করবেন বুঝতে পারছেন না। ঘুরে দাঁড়াতে কর্তৃপক্ষের সহায়তা চান ব্যবসায়ীরা।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আগুন নেভার পরে অনেকেই সহযোগিতার নামে লুট করেছে। আবার অনেকে দোকান থেকে বের করে রাখা মালামাল নিয়ে গেছে। আলী স্টোরের মালিক আবু তাহের বলেন, আগুন নেভার পরে দেখি দোকানের বেশির ভাগ মালামাল নষ্ট হয়ে গেছে। আগুন ও পানিতে নষ্ট হয়ে যাওয়ার পর যা পেয়েছি, রাতে সেগুলো গুছিয়ে রেখে গেছি। সকালে এসে দেখি বেশিরভাগই চুরি হয়ে গেছে।
চাঁদপুর স্টোরের মালিক শারমিন আক্তার বলেন, তিন বোন মিলে দোকান চালাতাম। আগুনে সব পুড়ে গেছে। এরপর ছাইয়ের নিচে যা পেয়েছি সেগুলো গুছিয়ে এক পাশে রেখেছি। শাটার লাগানো ছিল। কিন্তু সকালে এসে দেখি কিছুই নেই। শাটার খুলে সব নিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ব্যবসায়ীদের সহযোগিতা করতে অনেকেই এসেছেন। তারাও ভালো ভালো মালামাল বের করে নিয়ে গেছেন। উদ্ধার করার নামে এসব নিয়ে গেছেন। আবার বের করে দোকানের বাইরে রাখা মালামালও নিয়ে গেছেন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ও ছোট বড় ছেলেমেয়ে বিভিন্ন দোকানের ছাই সরিয়ে মালামাল নিয়ে যাচ্ছে। কেউ লোহার অ্যাঙ্গেল, পাইপ নিয়ে যাচ্ছে। মুদি দোকানগুলোয় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। এতে বিরক্ত ব্যবসায়ীরা।
মালামাল লুটের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, আমরা মার্কেটের নিরাপত্তায় কাজ করছি। সব গেটে আমাদের পুলিশ সদস্যরা আছে। কেউ কোনো অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।