হাসপাতালে ভর্তি পরীমণি
প্রথম নিউজ, বিনোদন প্রতিবেদক : হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে নিজের আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমরা পরীতমা।’
চেক ইন দিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। নিচে মেনশন করেছেন তমা মির্জাকে। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে ভর্তি। ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন, পরীমণির কী হয়েছে? কিন্তু এই নায়িকা সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।
এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বাড়ে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।
এদিকে অভিনেত্রী তমা মির্জাও ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে নিজের হাসপাতালে ভর্তি থাকার খবর জানিয়েছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু জানান, ১০৪ ডিগ্রি জ্বর।