হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান কর্নেল অলির

শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান কর্নেল অলির

প্রথম নিউজ, অনলাইন: ২৯শে অক্টোবর বিএনপি'র ডাকা হরতাল সফল করার আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই এ সরকারকে বিদায় করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের কর্মসূচিকে সফল করতে হবে। কর্নেল অলি বলেন, ২৯শে অক্টোবরের হরতাল শুধু বিএনপির হরতাল নয়, এটি সমগ্র দেশবাসীর হরতাল। সবাইকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য অনুরোধ করছি।