রাতে সাড়ে নয়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আইজিপি
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও হরতাল আহ্বান করার পর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও আজকের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
রাত সাড়ে নয়টায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ দিনভর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক কর্মসূচি ঘিরে বেশ সরগরম থাকে রাজধানী। বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীর বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এছাড়া যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি।