হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় আজ
![হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় আজ](https://prothom.news/uploads/images/2024/10/image_750x_67206e95cf760.jpg)
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উত্তর শুভেচ্ছা বিনিময় করবেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই শুভেচ্ছা বিনিময় হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
তিনি জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিন্দু সম্প্রদায়ের নেতারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা থাকবেন।
এ বছর ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।